চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু

দীর্ঘ নয় মাস পর শিক্ষা কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রথম পদক্ষেপ হিসেবে চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার।

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয় সকাল সাড়ে ৯টায়। এরও বেশ আগে থেকে হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্যবিধির সব সামগ্রী প্রস্তুত রাখে কলেজ কর্তৃপক্ষ।

Bkash July

গত ফেব্রুয়ারিতে এই শিক্ষার্থীদের ৫টি পরীক্ষা শেষ হওয়ার পর বিশ্বব্যাপী শুরু হয় লকডাউন। ৬ষ্ঠ পরীক্ষা শুরু হলো ২০২১ সালের ১৭ জানুয়ারি থেকে।

এই বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা বলছেন, স্বাস্থ্য নিরাপত্তার দিকে নজর রাখছেন তারা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে এই কার্যক্রম বড় ধরনের ভূমিকা রাখবে।

Reneta June

সারাদেশে ২৪০টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৪ হাজার ৮শ’ ১০ জন শিক্ষার্থী। পরীক্ষা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

Labaid
BSH
Bellow Post-Green View