চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার: ট্রাম্পের নির্দেশ মানবেন না বাইডেন

যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশ এবং ব্রাজিলের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ সত্ত্বেও নিষেধাজ্ঞা অব্যাহত রাখা হবে যুক্তরাষ্ট্রে।

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র এমন তথ্য জানিয়েছেন।

সোমবার হোয়াইট হাউজ আগামী ২৬ জানুয়ারি থেকে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ জারি করে। বাইডেনের দায়িত্ব গ্রহণের ৬ দিন হবে তখন। ২০ জানুয়ারি বুধবার শপথ গ্রহণ করবেন বাইডেন।

বাইডেনের মুখপাত্র জেন পিসাকি এক টুইটে জানান, ভ্রমণের নিষেধাজ্ঞা শিথিল করার সময় এখন নয়।

গত মার্চ মাসে ইউরোপের উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র আর ব্রাজিলিয়ানদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় মে মাসে।

ট্রাম্পের আদেশ জারির পরপরেই পিসাকি টুইটে বলেন, মেডিক্যাল টিমের পরামর্শে প্রশাসন ২৬ জানুয়ারি এই নিষেধাজ্ঞা তুলতে আগ্রহী নয়। মূলত আমরা করোনাভাইরাসের বিস্তার রোধে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে জনস্বাস্থ্যের পদক্ষেপগুলো আরো কঠোর করার পরিকল্পনা করছি।

তিনি আরো বলেন, বিশ্বে যখন আরো বেশি সংক্রামক করোনাভাইরাসের ধরণ ছড়িয়ে পড়ছে তখন আন্তর্জাতিক ভ্রমণ থেকে নিষেধাজ্ঞা তোলার সঠিক সময় নয়।

তবে ট্রাম্পের ওই আদেশে চীন ও ইরানের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলা হয়েছে।