চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

করোনাভাইরাস: ভারতে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮৩৮ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন এক লাখ ৬৯ হাজার ৩০৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, একই সময়ে করোনায় দেশটিতে আরও ১ লাখ ৫২ হাজার ৬৮২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জনে দাঁড়াল।

সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে তৃতীয়তে। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৩৩৩ জন। ভারতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৬২ শতাংশ হলেও মৃত্যু হার ১ দশমিক ৩৮ শতাংশ।

পরিসংখ্যান বলছে, গত ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কেরালা, দিল্লি ও উত্তর প্রদেশে।

অন্যদিকে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে রেকর্ড করা হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ২ হাজার ৫৩৫ জন, আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৫৯২ জন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ৭৪০ জন, আক্রান্ত ৬৬ হাজার ৬৬৪জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৬০ লাখ ২ হাজার ৩৩ জন এবং মারা গেছেন ২৯ লাখ ৩৯ হাজার ৫৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১০ কোটি ৯৩ লাখ ৬২হাজার ৮৯২ জন।