স্বজনপোষণ নিয়ে তর্ক-বিতর্কের মধ্যেই বলিউড থেকে ইস্তফা নেওয়ার সিদ্ধান্ত নিলেন বলিউডের খ্যাতিমান পরিচালক অনুভব সিনহা।
মঙ্গলবার নিজে টুইট করে বিষয়টি সবাইকে জানিয়েছেন ‘আর্টিকেল ১৫’ খ্যাত এই পরিচালক। টুইটে তিনি লিখেছেন যে, ‘অনেক হলো! এবার আমি বলিউড থেকে রিজাইন করলাম। এর মানে যাই হোক না কেন!’

তবে অনুভব সিনহার এই টুইটকে একেবারেই সমর্থন করেননি পরিচালক সুধীর মিশ্র ৷ উল্টো অনুভবের এই টুইটে উত্তরে তিনি বলেছেন, ‘বলিউড কী? ভারতীয় সিনেমার কথা ভাবো। ভারতীয় সিনেমার উজ্জ্বল তারকা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, রাজ কাপুর, গুরু দত্ত, হৃষিকেশ মুখোপাধ্যায়ের মতো পরিচালকের কথা ভাবো। যারা শুধু সিনেমার কথা ভেবেছেন, তাইতো বিশ্ব জুড়ে খ্যাতি পেয়েছেন।’
বিজ্ঞাপন
এছাড়াও আরেক পরিচালক হানসাল মেহতাও তার প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘অনেক আগেই ছেড়ে দিয়েছি। তবে সত্যি বলতে কি এর তো কোন দিনই কোন অস্তিত্ব ছিল না।’
এদিকে অনুভব সিনহার এমন টুইটে তার ভক্তদের একাংশের মন ভেঙ্গে গিয়েছে। একজন তো এমন করেছেন যে, ‘বলিউড থেকে ইস্তফা নিবেন ঠিক আছে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের কাজ চালিয়ে যান প্লিজ।’