চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পিএসজিতেই থাকছেন, কোনো মূল্যেই লিভারপুলে নয়

‘যাই হোক না কেনো’ আগামী মৌসুমে পিএসজিতেই থাকছেন কাইলিয়ান এমবাপে। লিভারপুলে যেতে পারেন, তাকে ঘিরে এমন যে গুঞ্জন উঠেছিল, তাতে নিজেই জল ঢেলেছেন ২১ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড!

মোনাকো থেকে ২০১৭ সালে ১৮০ মিলিয়ন ইউরোয় এমবাপেকে দলে টানে পিএসজি। নেইমারের সঙ্গে তার বোঝাপড়াটা চোখে পড়ার মতো। করোনা মহামারীর কারণে লিগ স্থগিত হওয়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ গোল করেছেন এমবাপে।

ভবিষ্যতের তারকা হিসেবে এমবাপেকে দলে পেতে উঠে পড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। খবর হচ্ছিল, ২০২০-২১ মৌসুমে লিভারপুলের হয়ে অ্যানফিল্ডে দেখা যেতে পারে তাকে। সেসব আলোচনাই ছেঁটে ফেলেছেন।

বেইনস্পোর্টসকে সাক্ষাৎকারে এমবাপে জানিয়েছেন অন্তত আগামী মৌসুম পিএসজিতে থাকার ইচ্ছা তার, ‘আমি এখানেই আছি। এখানে চার বছরের এক পরিকল্পনা নিয়ে এসেছি। ক্লাবের ৫০ বছর পূর্তি সবার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং যেকোনো মূল্যে এখানে থাকতে চাই।’

‘দলকে নিয়ে আমি শিরোপা জিততে চাই। তার জন্য আমাকে সেরাটাই দিতে হবে।’ বোঝাই যাচ্ছে দলবদল নয়, এমবাপে ভাবছেন আরও সাফল্য নিয়েই।