অনন্তযাত্রায় মাসুদ রানার জনক কাজী আনোয়ার হোসেন

লেখক, অনুবাদক, প্রকাশক এবং মাসুদ রানা সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন মারা গেছেন। পাঠক ও কাছের মানুষের কাছে কাজীদা হিসেবেই পরিচিত ছিলেন তুমুল জনপ্রিয় এই লেখক। ষাটের দশকের মধ্যভাগে ‘মাসুদ রানা’ নামক গুপ্তচর চরিত্র সৃষ্টি করে ব্যাপক আলোড়ন ফেলেন তিনি। ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্ম। বাবা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মা সাজেদা খাতুন। ১৯৫৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ঢাকা বেতারের সংগীতশিল্পী ছিলেন তিনি। ১৯৬৬ সালে বিদ্যুৎ মিত্র ছদ্মনামে মাসুদ রানার প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ প্রকাশ করেন কাজী আনোয়ার হোসেন। এরপর তরুণ প্রজন্মের পাঠকদের কাছে আইকন হয়ে ওঠে মাসুদ রানা চরিত্রটি।
বিজ্ঞাপন