নারীদের জরায়ুমুখের ক্যান্সার নির্মূলে সহায়তা দেবে ‘গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট’

বাংলাদেশ থেকে নারীদের জরায়ুমুখের ক্যান্সার নির্মূলে বড় পরিসরে সহায়তা দেবে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট’। সংস্থার পরিচালক প্রফেসর উইলফ্রিড এনগুয়া সাক্ষাৎকারে চ্যানেল আইকে বলেছেন, টিকাদান, স্ক্রিনিং এবং সময়মতো চিকিৎসার আওতায় আনার মধ্য দিয়ে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে এদেশ থেকে জরায়ুমুখের ক্যান্সার নির্মূল করা সম্ভব।