চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শ্রীলঙ্কাকে উড়িয়ে চ্যাম্পিয়ন ভারত

মেয়েদের এশিয়া কাপ

শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সিলেটে ফাইনালে পাত্তাই লঙ্কানরা। স্মৃতি মান্ধানার উড়ন্ত ফিফটিতে ৬৬ রানের সহজ লক্ষ্য ৮.৩ ওভারে তাড়া করে ভারত।

মেয়েদের এশিয়া কাপ মানেই ভারতের দাপট। গত আসরে কেবল তারা চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশের কাছে ফাইনাল হেরে। এক আসর পর আবার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করল হারমানপ্রীত কৌরের দল। এ পর্যন্ত হওয়া আট আসরে সাতবারই চ্যাম্পিয়ন তারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। শুরুতেই তারা ছিটকে পড়ে ম্যাচ থেকে। ১৮ রানে হারায় ৬ উইকেট। পঞ্চাশের আগেই গুটিয়ে যাওয়ার অবস্থা থেকে টেলের ব্যাটারদের লড়াইয়ে পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে চামারি আত্তাপাতুর দল তোলে ৬৫ রান।

দশ নম্বরে নামা ইনোকা রানাওয়ারা সর্বোচ্চ ১৮ রান করেন। ১৩ রান করেন ওসাধি রানাসিংহে। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। রেনুকা সিং তিনটি, রাজেশ্বরি গায়কোয়াড ও স্নেহা রানা নেন দুটি করে উইকেট।

মামুলি টার্গেটে অসাধারণ ব্যাটিং করেন ভারতীয় ওপেনার স্মৃতি। ২৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। মারেন ৬টি চার ও তিনটি ছক্কা। অধিনায়ক হারমানপ্রীত ১৪ বলে ১১ রানে অপরাজিত থাকেন।

Labaid
BSH
Bellow Post-Green View