চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিএনপি-জামায়াত আমলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়: শিক্ষামন্ত্রী

মোরশেদ আলম: বিএনপি-জামায়াতের আমলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি নারীদের শিক্ষা-দীক্ষা, কাজকর্ম ও স্বাধীনতাসহ সবকিছুর বিরুদ্ধে কাজ করে। তারা চায় না নারীরা এগিয়ে যাক, শিক্ষিত হোক, স্বাবলম্বী হোক, স্বাধীনভাবে নারীরা কাজ করে সফলতা লাভ করুক।

তিনি আরও বলেন, একটি জাতির অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোন জাতি এগিয়ে যেতে পারে না। একটি হাত-পা বন্ধ রেখে যেমন চলাচল করা যায় না, তেমনই একটি দেশে অর্ধেক জনশক্তি নারীকে পেছনে রেখে কোনদিন দেশ এগিয়ে যেতে পারে না। সেজন্যই বিএনপি জায়ামাতের আমলে দেশ আগায় না, শেখ হাসিনা সরকারের আমলে নারী-পুরুষ সকলে সমানতালে সামনে এগিয়ে যায়।

তিনি বলেন, আগামী নির্বাচনে আবারও নৌকাকে জয়যুক্ত করে দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। এতে আমরা যেমন ভালো আছি, আমাদের সন্তানরাও তেমনই ভালো থাকবে, উন্নত ও সমৃদ্ধ জীবন পাবে।