চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ক্রিস রকের কাছে আবারও ক্ষমা চাইলেন উইল স্মিথ

চলতি বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ক্রিস রককে চড় মেরে পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন উইল স্মিথ। এই ঘটনার পর ক্রিস রকের কাছে ক্ষমা চেয়েছিলেন স্মিথ। সম্প্রতি আবারও ক্ষমা চেয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেতা।

ইনস্টাগ্রামে উইল স্মিথ একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি ক্রিস রকের কাছে আবারও ক্ষমা চেয়েছেন। অভিনেতা বলেছেন, ‘ক্রিস, আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আমার ব্যবহার গ্রহণযোগ্য ছিল না। আপনি যখনই আমার সঙ্গে কথা বলতে চাইবেন, আমি আছি।’

Bkash July

অভিনেতা আরও বলেন, ‘ওই মুহূর্তের কারণে নিশ্চয়ই অনেকেই কষ্ট পেয়েছেন…ঐ মুহূর্তে যে আচরণ করেছি, তা খুবই ভুল ছিল।’

অভিনেতা জানিয়েছেন তিনি ক্রিস রককে মেসেজ দিয়েছেন। ক্রিস রকের তরফ থেকে বলা হয়েছে, তিনি কথা বলতে প্রস্তুত নন।

Reneta June

উইল স্মিথ এর আগে লিখিতভাবে ক্ষমা চেয়েছিলেন। এবার ভিডিও শেয়ার করে ক্ষমা চাইলেন অভিনেতা।

অভিনেতা জানান, তিনি নিজের সিদ্ধান্ততেই ওই কাজ করেছেন। এর সাথে তার স্ত্রী জেডা কোনোভাবেই জড়িত নয়।

সূত্র: বিবিসি

Labaid
BSH
Bellow Post-Green View