চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তামিল অভিনেতা বিজয়ের স্কুল পড়ুয়া মেয়ের ‘আত্মহত্যা’

KSRM

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে চেন্নাইয়ে নিজের বাড়িতে থেকে তামিল অভিনেতা বিজয় অ্যান্টনির মেয়ে মিরার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয়েছিল মাত্র ১৬।

ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করে মিরাকে হাসপাতালে নিয়ে যায় পরিবার। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মিরার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ফিল্ম ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালান।

Bkash July

মানসিক চাপের কারণে মিরা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষণ্ণতা কমানোর জন্য তার চিকিৎসাও করানো হচ্ছিল। এই বিষয়ে পুলিশ মিরার স্কুলের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বিজয় অ্যান্টনির দুই মেয়ের মাঝে মিরাই বড়। অভিনেতার আরেক মেয়ের নাম লারা অ্যান্টনি।

Reneta June

চলতি বছরে থুতনি এবং চোয়ালের সার্জারির কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বিজয়। শুটিংয়ের সময় আহত হয়েছিলেন অভিনেতা ও সঙ্গীত পরিচালক বিজয় অ্যান্টনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View