
চীন সাইবার হামলা নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে ‘বিভ্রান্তিমূলক প্রচারণা’ চালানোর অভিযোগ করেছে।
এনডিটিভি জানায়, ওয়াশিংটন ও তার পশ্চিমা মিত্র এবং মাইক্রোসফট বলেছে, রাষ্ট্র কর্তৃক স্পন্সর করা চীনা হ্যাকাররা মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নেটওয়ার্কগুলোতে অনুপ্রবেশ করেছে।
বুধবারের একটি প্রতিবেদনে মাইক্রোসফট জানায়, প্রশান্ত মহাসাগরে একটি মার্কিন গুরুত্বপূর্ণ সামরিক ঘাটি রয়েছে। চীনা রাষ্ট্র-সমর্থিত হ্যাকারদের লক্ষ্য ছিল এই ঘাঁটি।
২০২১ সালের মাঝামাঝি থেকে ‘ভোল্ট টাইফুন’ নামে পরিচিত একজন চীনা অভিনেতার দ্বারা পরিচালিত এই গোপন হামলা গুপ্তচরবৃত্তির লক্ষে করা হয়েছিল।

যদিও বেইজিং বৃহস্পতিবার এই দাবি অস্বীকার করেছে।
এর পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, এই কথার কোনো প্রমাণ নেই। এটি অত্যন্ত অপেশাদারমূলক একটি প্রতিবেদন। অভিযোগগুলো ‘ফাইভ আইস’ জোট দেশগুলোর সম্মিলিত বিভ্রান্তিমূলক প্রচারণা।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেই একটি হ্যাকারদের সাম্রাজ্য।