চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বৈধ ৭ অস্ত্র নিয়ে স্কুলে ঢুকে তিনটি ব্যবহার করেছিল হামলাকারী

যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের স্কুলে হামলাকারী অড্রে হেল (২৮) বৈধ ভাবে কেনা ৭টি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি অস্ত্র ব্যবহার করেছিল। শহরের পাঁচটি স্থানীয় বন্দুকের দোকান থেকে আলাদা আলাদা কিনেছিল সে অস্ত্রগুলি।

মেট্রো ন্যাশভিল পুলিশ বিভাগের প্রধান জন ড্রেক সংবাদ সম্মেলনের সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

Bkash July

বিভিন্ন গণমাধ্যমে ঘটনায় হামলাকারীকে একজন নারী হিসেবে উল্লেখ করা হলেও জন ড্রেক বলেন, হামলাকারী অড্রে হেল নিজেকে তৃতীয়লিঙ্গ হিসেবে দাবি করে আসছিলেন। সম্প্রতি এক চাকরি ক্ষেত্রে অড্রে হেল একজন পুরুষ প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অড্রে হেল মানসিক ব্যাধির কারণে ডাক্তারের তত্ত্বাবধানে ছিলেন। আইন কর্মকর্তারা তার চিকিৎসার বিষয়ে কিছুই জানেন না। তার বাবা-মা মনে করেছিলেন যে, তার অস্ত্র থাকা উচিত নয়। তারা বুঝতে পেরেছিলেন, তাদের ছেলের কাছে একটি অস্ত্র ছিল। তবে তারা জানতেন সেটি অড্রি বিক্রি করে দিয়েছিলেন। অস্ত্রগুলি বাড়ির চারপাশে লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্র চালানোর বিষয়ে অড্রির প্রশিক্ষণ থাকতে পারে।

Reneta June

স্থানীয় পুলিশ এখনও মামলা করার বিষয় স্থির করতে পারে নাই। কারণ হিসেবে পুলিশ বলছে, অড্রি কাউকে নির্দিষ্ট করে গুলি করে নাই। সে এলোপাথাড়ি গুলি ছুড়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের গাড়িকে উদ্দেশ্য করে তুলনামূলক উচ্চতা থেকে গুলি করে সে। এতে পুলিশ মনে করেছে, অড্রির অস্ত্রের উপর প্রশিক্ষণ থাকতে পারে।

পুলিশ ঘটনার দিন সকাল ১০টা ১৪ মিনিটে এই ঘটনা সম্পর্কে ফোনে জানতে পায়। পরে প্রায় ১০টা ২৪ মিনিটে ঘটনা স্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, আসামি অড্রি হেল গির্জার ছাত্র ছিলেন তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি এই ঘটনার পেছনে আসল কারণ কী।

Labaid
BSH
Bellow Post-Green View