চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন শর্মিলী আহমেদ

রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন ছোট ও বড় পর্দার গুণী অভিনেত্রী শর্মিলা আহমেদ। এমন সিদ্ধান্তই জানিয়েছে তার পরিবার।

জানা গেছে, শর্মিলী আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে শুক্রবার বাদ জুমা, উত্তরায় ১১ নং সেক্টর মসজিদে। প্রথম জানাজার পর তার মরদেহ বাসায় নিয়ে যাওয়া হবে। ঘণ্টা দুয়েক রেখে মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানেই বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে স্বামীর কবরে তাকে সমাহিত করা হবে।

শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন শর্মিলী আহমেদ। মৃত্যুর সময় তার কন্যা তনিমা আহমেদ পাশে ছিলেন। তার মৃত্যুর খবরে শোকার্ত গোটা শোবিজ অঙ্গন।

ষাটের শুরুতে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন শর্মিলী আহমেদ। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেছেন। ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন নাটকে প্রথমবারের মত মায়ের ভূমিকা পালন করেন।