সিরাজগঞ্জের সলঙ্গা থেকে নাটোরের সিংড়া উপজেলার বামিহাল ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য এবং শুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলামের জবাই করা লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।
আজ বুধবার ভোরে সলঙ্গা হাইওযের পাটধারী এলাকা থেকে ফরিদুলের লাশ উদ্ধার করা হয়। নিহত ফরিদুল ইসলাম বামিহাল গ্রামের মৃত খোকা আলন্দের ছেলে। একাধিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোরের সিংড়া উপজেলার বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ফরিদুল ইসলাম ও আফতাব উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। চলমান বিরোধের জের ধরে ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাবেক ইউপি সদস্য আফতাবের নেতৃত্বে তার কয়েকজন অনুসারী বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার বাড়িতে হামলা চালান।
ওই হামলার কিছু সময় পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে গিয়ে সেখানে থাকা আফতাব ও তাঁর লোকজনের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আফতাব ও রুহল আমিন সহ ৪জনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আফতাবকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে রাজশাহী মেডিক্যালে পরদিন রুহুল আমিনের মৃত্যু হয়।

এঘটনায় মামলা হলে ফরিদুল ইসলাম পলাতক ছিলেন। এ অবস্থায় আজ ভোরে সলঙ্গা থানা পুলিশ তার জবাই করা মৃতদেহ উদ্ধার করে।