চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আইবিএ গেট টুগেদার ২০২২: রেজিস্ট্রেশন চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) পুনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছে। ১৭ জুন শুক্রবার পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে শুরু হয়েছে রেজিস্ট্রেশন।

আইবিএ-এর ওয়েবসাইট থেকে জানা গেছে, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিতব্য পুনর্মিলনীর রেজিস্ট্রেশন ফি জনপ্রতি ২ হাজার টাকা। রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ১০ জুন শুক্রবার। www.iba-reunion.net ওয়েবসাইটে ব্রাউজ করে রেজিস্ট্রেশন করা যাবে।

পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজনে আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনটি বিভাগের এমবিএ, বিবিএ, ইএমবিএ এবং ডিবিএ গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে।

আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন জানিয়েছে, ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে টিকিট প্রিন্ট করতে হবে। টিকিটটি নিয়ে ৮ থেকে ১৪ জুনের মধ্যে আইবিএএএ অফিসের ৪১১ নম্বর রুম থেকে এন্ট্রি ব্যাজ সংগ্রহ করতে হবে। এন্ট্রি ব্যাজ সংগ্রহ করার সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত। অনুষ্ঠানের দিন রেজিস্ট্রেশন বা ব্যাজ প্রদানের কোনো সুযোগ নেই বলে জানানো হয়েছে।