
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা করা হয়েছে। বোমা নিক্ষেপের পাশাপাশি তার গাড়িকে উদ্দেশ্য করে ইট-পাথরও নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার পশ্চিমবঙ্গের কোচবিহারে দিনহাটার বুড়িরহাটে বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। আগে থেকে সেই এলাকায় তৃণমূল কর্মীরা কালো পতাকা হাতে অবস্থান করছিলেন। সেই সময় শুরু হয় বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি। তখনই নিশীথের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ারসেল গ্যাস ছোড়ে। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন নিশীথ প্রামাণিক।

তিনি বলেন , এই রাজনৈতিক পরিস্থিতি চলতে থাকলে গণতন্ত্র ভেঙে পড়বে। বোমা, পাথর যারা ছুড়ছে তাদের বাঁচাচ্ছে পুলিশ।
এই হামলায় ভেঙে গিয়েছে মন্ত্রীর গাড়ির কাঁচ। বোমাবাজি, এমনকি গুলি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের পার্টি অফিস ভাঙচুর করেছে বিজেপি কর্মীরা।