চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুই নারী  নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।
বৃহস্পতিবার ১১ আগস্ট সদর উপজেলার রাবনা বাইপাস ও কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন হোসেন নিশ্চিত করেছেন।
রাবনা এলাকায় নিহত ব্যক্তির নাম জনতা বেগম (৪৫)। তিনি মির্জাপুর নগরভাতগ্রামের মো. আবু মিয়ার স্ত্রী। এ ঘটনায় আবু মিয়াও আহত হয়েছে। এলেঙ্গা দুর্ঘটনায় রাবেয়া খাতুন নামে আরও এক নারী নিহত হয়েছেন। তিনি কালিহাতী উপজেলার দ্বীমুখা গ্রামের রবি শেখের স্ত্রী।
পুলিশ জানায়, বিকেলে সোয়া তিন টার দিকে মির্জাপুর থেকে আবু মিয়া তার স্ত্রী জনতা বেগমকে নিয়ে মোটরসাইকেল যোগে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। তার মোটরসাইকেলটি রাবনা এলাকায় পৌঁছলে পিছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দেয়। এতে জনতা বেগম নিহত ও আবু আহত হয়। অপর দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বক্সে ধাক্কা দেয়। এতে পথচারী রাবেয়া খাতুন নিহত হয়। আহত হয় আরো একজন।  আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে।