চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নীলফামারী কি‌শোরগ‌ঞ্জে দুই প্রধান শিক্ষক কারাগারে

আ‌নোয়ারুল আলম: নীলফামারী কিশোরগঞ্জ উপ‌জেলার মাগুড়া প‌শ্চিমপাড়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক শ‌হিদুল ইসলাম হেলাল ও মাগুড়া দ্বিমুখী উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারকে এক‌টি মামলায় কারাগারে পা‌ঠি‌য়েছে আদালত ।

মামলার বিবরনী‌তে জানা যায়, গত ১৮ আগস্ট কি‌শোরগ‌ঞ্জ থানার দ‌ক্ষিন কালিকাপুর মি‌স্ত্রিপাড়া গ্রা‌মের মৃত ম‌য়েজ উ‌দ্দি‌নের ছে‌লে সাইফুল ইসলাম বা‌দি হ‌য়ে ৭ জন আসামী ক‌রে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। দা‌য়ের কৃত মামলায় আসামী শ‌হিদুল ইসলাম হেলাল ও আব্দুস ছাত্তার ৬ সপ্তা‌হের অস্থায়ী জা‌মি‌নে ছি‌লেন ।

Bkash July

আজ মঙ্গলবার দুপু‌রে নীলফামারী চীফ জু‌ডি‌সিয়াল ম্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মিনের প্রার্থনা কর‌লে বিচারক মো. হা‌ফিজুল ইসলাম জা‌মিন আ‌বেদন নামঞ্জুর ক‌রে দুই প্রধান শিক্ষক‌কে জেল হাজ‌তে প্রের‌ণের আ‌দেশ দেন। অন‌্য আসামীরা জা‌মি‌নে আ‌ছে।

Labaid
BSH
Bellow Post-Green View