চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ২৩ জুন বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোর রাতে তাদের মির্জাপুর ক্যাডেট কলেজের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Bkash July

গ্রেপ্তাররা হচ্ছে, ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. আরিফুজ্জামান পলাশ (৩৫), ও গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. বিল্লাল হোসেনের ছেলে মো. কামরুজ্জামান শান্ত (২৪)।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন জানান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণের) অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেনের নির্দেশনায় এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস (যার বাজার মূল্য আনুমানিক ২৫ লাখ) ও এক হাজার পিস ইয়াবাসহ (যার বাজার মূল্য আনুমানিক তিন লাখ) তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়।

Labaid
BSH
Bellow Post-Green View