চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

KSRM

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ১৮ সেপ্টেম্বর দুপুরে ও বিকালে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়া ও জুলেখা বিবির পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হল, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আবছারের ছেলে আব্দুল মোকাররম (৭) এবং একই ইউনিয়নের জুলেখা বিবির পাড়ার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে জান্নাতুল বকেয়া (৪)।

Bkash July

স্থানীয়দের বরাতে দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, সোমবার দুপুরে দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যা পাড়ায় আব্দুল মোকাররমসহ স্থানীয় কয়েক শিশু বসত ভিটায় খেলাধুলা করছিল। এক পর্যায়ে অভিভাবকদের অগোচরে বসত ভিটা লাগোয়া পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা শিশুদের শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পানিতে ভাসমান অবস্থায় আব্দুল মোকাররমকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বিকাল ৩ টায় দক্ষিণ ধুরুং ইউনিয়নের জুলেখা বিবির পাড়ায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল বকেয়া নামের আরও এক শিশুর মৃত্যু ঘটে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

Reneta June

আলাউদ্দিন আল আজাদ বলেন, জান্নাতুল বকেয়াসহ প্রতিবেশী আরও কয়েক শিশু বাড়ির আঙ্গিণায় খেলাধুলা করছিল। এক পর্যায়ে বাড়ির আঙ্গিণা লাগোয়া পুকুরে সে পড়ে যায়। এতে অন্য শিশুদের শোর-চিৎকারে স্থানীয়রা ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতদেহ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আলাউদ্দিন আল আজাদ।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View