
ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসনের জোড়া গোলে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে অলিম্পিক মার্শেই। টটেনহ্যাম হটস্পারের কাছে এমন হার মানতে পারেনি লিগ ওয়ানের ক্লাবটির সমর্থকরা। মাঠে ও বাইরে তারা করেছেন উদ্ধত আচরণ। ঘটনা ভিন্ন দিকে মোড় নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্ত অবস্থানে যায় পুলিশ।
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে দাঙ্গার ঘটনায় মাদক সরবরাহ, আতশবাজি ফোটানো, অস্ত্র রাখাসহ ভিন্ন কারণে ৫ জন বিশৃঙ্খলাকারীকে গ্রেপ্তার করেছে রিয়ট পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সবাই মার্শেইয়ের সমর্থক। ম্যাচ শুরুর পর থেকেই তারা ঝামেলা শুরু করেছিল। ম্যাচ চলাকালেও আতশবাজি ফুটিয়েছে। হেরে যাওয়ার পর তারা আরও আক্রমণাত্মক হয় এবং ভাঙচুর চালাতে থাকে।
ঘটনায় পুলিশের এক অফিসারের হাত ভেঙে গেছে বলে খবর হয়েছে। স্পার সমর্থকরা বিবৃতিতে জানিয়েছে, ম্যাচ চলাকালে এবং শেষ হওয়ার পর তারা সবাই নিরাপত্তা শঙ্কায় ভুগছিল।
স্টেডিয়ামে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সমালোচনার শিকার হচ্ছে পুলিশও। নিরাপত্তারক্ষীরা থাকতেও সমর্থকরা এত সময় কিভাবে বিশৃঙ্খলা করতে পেরেছে, সে প্রশ্ন তুলেছে অনেকে। রিপোর্ট পাওয়ার পর শাস্তিমূলক কার্যক্রম শুরু করবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
বিজ্ঞাপন