চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শর্ত বজায় রাখতে কনের বোনকেও বিয়ে করল যুবক

KSRM

ভারতের রাজস্থানে কনের শর্ত রক্ষা করতে একসঙ্গে দুই বোনকে বিয়ে করেছে হরিওম নামের এক যুবক।

আনন্দবাজার জানায়, ধুমধাম করে নয় বরং অল্প কয়েকজনের উপস্থিতিতেই এই বিয়ে হয়। বিয়েতে যাওয়ার আগে সবার মনে ছিল কিছু প্রশ্ন। একইসঙ্গে দুই বোনকে বিয়ে করার কারণ কী? দুই কনেই বা কী করে রাজি হলো বিয়ে করতে?

Bkash July

রাজস্থানের মোরজালা গ্রামের বাসিন্দা হরিওম জানান, তার পরিবার বিয়ের জন্য বেশ কিছু দিন ধরেই পাত্রীর খোঁজ করছিল। সিদ্দা গ্রামের বাসিন্দা বাবুলাল মীনার বড় মেয়ে কান্তার সঙ্গে তার বিয়ের কথাবার্তা শুরু হয়। পাত্রীকে দেখার জন্য কান্তার বাড়িতে যান হরিওম। কান্তাকে তার বেশ পছন্দও হয়। তবে বিয়ে করার আগেই কান্তা হরিওমের কাছে একটি শর্ত রাখেন।

কান্তা হরিওমকে বলেন, আমি আমার বোনকে ভীষণ ভালবাসি। ও মানসিক ভাবে ভারসাম্যহীন। ওকে ছাড়া আমি থাকতে পারি না। আমি এমন ছেলেকেই বিয়ে করতে রাজি হব, যে আমাদের দু’জনকেই বিয়ে করবে।

Reneta June

হরিওম দুই পরিবারকে কান্তার শর্তের বিষয় জানালে সকলেই অবাক হন। তবে হরিওম শেষমেশ রাজি হন বিয়ে করতে। পরিবারের সম্মতিতেই গত ৫ মে একসাথে দুই বোনকে বিয়ে করেন হরিওম। শ্বশুরবাড়িতে আসার পর দুই বৌকে দিয়ে সমস্ত আচার-অনুষ্ঠান পালন করানো হয়।

হরিওম এখন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কান্তা উর্দুতে বিএড করছেন। কান্তার ছোট বোন সুমন অষ্টম শ্রেণি অবধি পড়াশোনা করেছেন।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View