চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মেটা থেকে ছাঁটাইয়ের পর ২ ঘণ্টা ধরে কান্না

KSRM

বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই করে চলছে। তাদের মধ্যে একজন আন্দ্রেয়া গুজম্যান গার্সিয়া। সম্প্রতি তিনি মেটা থেকে ছাঁটাইয়ের পর তার মানসিক স্বাস্থ্য নিয়ে তার সংগ্রামের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, ছাঁটাইয়ের পর ২ ঘণ্টা ধরে কেঁদেছিলেন তিনি। 

এনডিটিভি জানিয়েছে, দ্বিতীয়বারের মত গার্সিয়াকে কোম্পানি থেকে ছাঁটাই করা হয়েছে।

Bkash July

লিংকডইনে তিনি বলেন, প্রথমবার ২০১৮ সালে তাকে ইনস্টাগ্রাম থেকে ছাঁটাই করা হয় এবং গত সপ্তাহে দ্বিতীয়বারের মত তিনি ছাঁটাইয়ের শিকার হন।

গার্সিয়া বলেন, যখন বলা হয়েছিল ১০ হাজার জনকে ছাঁটাই করা হবে এবং আমাদের এর জন্য প্রস্তুত থাকতে, তখন আপনাদের মনে হবে যে আমি এর জন্য তৈরি ছিলাম।  কিন্তু আসলে আমি এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।

Reneta June

আমার চেষ্টার কোনো অভাব ছিল না। আমি সম্ভাব্য সব কিছুই করেছিলাম। কিন্তু তারপরও যখন সেই দিনটি আসে তখন আমি দুই ঘণ্টা ধরে কেঁদেছিলাম।

তিনি আরও বলেন, আমি ভবিষ্যত সম্পর্কে অনিশ্চয়তার কারণে মানুষকে জুম কলে কাঁদতে দেখেছি।

সত্য হলো, এই পুরো অভিজ্ঞতা থেকে আমার মানসিক স্বাস্থ্য খুবই ক্ষতিগ্রস্থ হয়েছে। এর থেকে বেরিয়ে আসতে আমার একটি বিরতি দরকার।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View