‘বাজারে সাধারণ মানুষের উপস্থিতি ও ক্রয়ক্ষমতা কমেছে’

বাজারে সাধারণ মানুষের উপস্থিতি ও ক্রয়ক্ষমতা দুটোই কমেছে বলে মনে করছেন বিক্রেতারা। পর্যাপ্ত মাছের সরবরাহ থাকলেও ক্রেতা কম থাকায় মন খারাপ বিক্রেতাদের। সবজির দাম খুব বেশি না বাড়লেও কেনার পরিমাণ কমিয়েছে ক্রেতারা। মুরগি ও গরুর মাংস খুব কমই কিনছে মানুষ। আবার এ অবস্থায়ও কিছু ক্রেতা অতিরিক্ত কেনাকাটা করছেন বলেও জানান বিক্রেতারা।