বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পর্দা নামছে বাংলা ভাষার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ এর। ৫ দিনব্যাপী এই উৎসবের শেষ দিনে দেখানো হবে ৪টি পূর্ণদৈর্ঘ্য ছবি।
এরমধ্যে সকাল ১০টায় রয়েছে খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ্’, দুপুর ১টায় ঋতুপর্ণ ঘোষের ‘চিত্রাঙ্গদা’, বিকেল সাড়ে ৩টায় রুবাইয়াত হোসের ‘শিমু’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় রয়েছে খন্দকার সুমনের ‘সাঁতাও’।
এবারের উৎসবের পর্দা উঠে রবিবার (৫ ফেব্রুয়ারি)। প্রথম দিন থেকেই টিএসসি মিলনায়তনে প্রতিদিন হুমড়ি খেয়ে পড়ে দর্শক। বিশেষ করে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, ‘হাওয়া’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ সহ বেশকিছু ছবি দেখতে দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) উৎসবের চতুর্থ দিন সন্ধ্যা সাড়ে ৬টায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি ‘দামাল’। আয়োজকরা ধারণা করছেন, এই ছবিটি দেখতেও দর্শক হুমড়ি খেয়ে পড়বে।

ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রবেশমুখে ৫০ টাকা মূল্যের টিকেট পাওয়া যাচ্ছে উৎসবের প্রতিদিন। আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
৫ থেকে ৯ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী টিএসসি প্রাঙ্গণে ২১তম আসরটির প্রচার সহযোগী হিসেবে আছে চ্যানেল আই।