চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রভোস্টের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলার পর কুবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়: দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় কমিটির মেয়াদ উত্তীর্ণ, সাংগঠনিক নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাবিরোধী ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ থাকার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ এক জরুরি সভার ভিত্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইমনের সাক্ষর রয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের প্রভোস্ট সাহেদুর রহমানকে উদ্দেশ্য করে ওই হল ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মেহজাবিনের করা মন্তব্য দেশ জুড়ে সমালোচনার জন্ম দেয়। গণমাধ্যমের খবরে ওই ছাত্রলীগ নেত্রীকে প্রভোস্ট সাহেদুর রহমানকে উদ্দেশ্য করে- এই হল আমার, আমার কথাতেই হল চলবে। যাকে যেখানে খুশি সিট বরাদ্দ দেব। আপনাকে এই হলের দায়িত্ব কে দিয়েছে? এমনটা বলার অভিযোগ ওঠে।

Labaid
BSH
Bellow Post-Green View