নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের জন্মদিন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন আজ। চলে যাওয়ার এত বছর পরও লেখকের জন্মদিনটি এখনও পাঠকদের কাছে বিশেষ দিন। তাঁর লেখায় কখনো কেউ হিমু হতে চেয়েছে আবার কেউ হতে চেয়েছে রূপা। তবে বাকের ভাইয়ের চরিত্রটি হতে চেয়েছিল সব বয়সের ছেলেরা। নির্মাণের মহান কারিগর তার যাদু দিয়ে বদলে দিয়েছিলেন নির্মাণের বাঁক।
বিজ্ঞাপন