চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ভারতে আল কায়েদার আত্মঘাতী হামলার হুমকি

মহানবী মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিশোধ নিতে ভারতের কয়েকটি শহরে আত্মঘাতী বোমা হামলার হুমকি দিয়েছে আল কায়েদা। পাকিস্তান ভিত্তিক টিটিপিও এ ঘটনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে।

এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Bkash July

আল কায়েদা তাদের বিবৃতিতে বলেছে: মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ভারতের চার রাজ্যে মুম্বাই, দিল্লি, গুজরাট এবং উত্তর প্রদেশে আত্মঘাতী বোমা হামলা করা হবে।

এ সংক্রান্ত এক চিঠিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে: এটি পয়গম্বরের সম্মান রক্ষার্থে লড়াই। যারা আমাদের নবীকে অপমান করে তাদের আমরা শেষ করে দেব। তাদের উড়িয়ে দিতে আমাদের বা আমাদের সন্তানদের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে দেব। দিল্লি, মুম্বাই, গুজরাট এবং উত্তরপ্রদেশে গেরুয়া সন্ত্রাসবাদীরা তাদের শেষ দেখার জন্য অপেক্ষা করুক।

Reneta June

মহানবীকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং দলের দিল্লি শাখার মিডিয়া প্রধান নভিন কুমার জিন্দালের বিতর্কিত মন্তব্যে তপ্ত হয়ে উঠেছে সমগ্র আরব বিশ্ব। এতে কূটনৈতিক সংকটে পড়েছে ভারত।

Labaid
BSH
Bellow Post-Green View