চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তামিল-তেলুগু সিনেমাও বাংলাদেশে মুক্তি পাবে!

উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র আমদানির নিষেধাজ্ঞা তুলে নিল তথ্য মন্ত্রণালয়। মৌখিকভাবে জানানো হয়েছে, উপমহাদেশীয় ভাষায় চলচ্চিত্র বাংলাদেশে মুক্তি পাবে। তাই হিন্দি ছবির পাশাপাশি তামিল-তেলুগু ভাষার চলচ্চিত্রগুলো মুক্তি দেয়া যাবে।

সিনেমা হল বাঁচাতে নির্দিষ্ট সময়ের জন্য বিদেশি ‘উপমহাদেশীয় ভাষার’ চলচ্চিত্র  আমদানি ও মুক্তি প্রসঙ্গে ১৯ সংগঠন মিলে গঠিত সম্মিলিত চলচ্চিত্র পরিষদ গত ১৩ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রী বরাবর লিখিত আবেদন জানান।

সেই আবেদনে বলা আছে, সিনেমা হল টিকিয়ে রাখতে, দর্শকদের হলে ফেরাতে উপমহাদেশীয় ভাষায় চলচ্চিত্র বাংলাদেশে মুক্তির নিষেধাজ্ঞা তুলে নিতে।

আবেদনের প্রেক্ষিতে রবিবার চলচ্চিত্র পরিষদের নেতাদের সঙ্গে মিটিংয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সিদ্ধান্ত দেন, উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র আমদানি করা হবে।

প্রদর্শক সমিতির মিয়াঁ আলাউদ্দিন সহসভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, উপমহাদেশীয় ভাষায় চলচ্চিত্রের মধ্যে হিন্দির পাশাপাশি তামিল তেলুগুও পড়ে। যদি কেউ ডিস্ট্রিবিউট করে বাংলাদেশে মুক্তি দিতে চায় এখন থেকে মুক্তি দিতে পারবে।

এখন থেকে প্রথম বছর ১০টি এবং আগামী বছর ৮টি হিন্দি সিনেমা (উপমহাদেশীয় ভাষা) বাংলাদেশে মুক্তি পাবে।তবে বাংলাদেশে দুই ঈদ ও পূজার উৎসবে চলতে পারবে না কোনো বলিউড ছবি।

প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু জানিয়েছেন, মন্ত্রী মহোদয় বললেন, এখন আর কোনও সমস্যা নেই। প্রধানমন্ত্রীকে আমি আজ-কালের মধ্যে বিষয়টি জানাচ্ছি। তিনি অনুমোদন দিলেই দেশে হিন্দি সিনেমা মুক্তিতে আর কোনো বাধা থাকবে না।

এদিকে, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ফলে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তিতে আর কোনো বাধা থাকছে না। শোনা যাচ্ছে, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের সিনেমাগুলোতে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত প্রায় হাজার কোটি রূপি ব্যবসা করা ‘পাঠান’।

বাংলাদেশে সিনেমাটি আমদানি করছেন অনন্য মামুন। তিনি জানান, হিন্দি সিনেমা মুক্তির যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই পাঠান মুক্তিতে বাধা থাকার কথা নয়। তবে এখনও চিঠি হাতে পাইনি। চিঠি পেলে সেন্সর করিয়েই মুক্তি দেব।

Labaid
BSH
Bellow Post-Green View