চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘মাওয়ার’

KSRM

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের দিকে প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন মাওয়ার।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, চলতি বছর যতগুলো টাইফুন সংঘটিত হয়েছে, তার মধ্যে মাওয়ার সবচেয়ে শক্তিশালী। এটি আজ শনিবার ক্যাটাগরি-৫ টাইফুনে রূপ নেয়।

Bkash July

মহাসাগরীয় অঞ্চলে প্রবেশের পর ফিলিপাইনের কর্তৃপক্ষ টাইফুনটির নাম দিয়েছে ‘বেটি’। বর্তমানে টাইফুনটি ঘণ্টায় ২৭০ কিলোমিটার গতির শক্তি সঞ্চার করছে।

ফিলিপাইনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, টাইফুনটি শক্তি ধরে রেখেছে এবং এটি উত্তরদিকে ক্রম অগ্রসরমান রয়েছে। দেশটির অধিকাংশ অঞ্চলে বজ্র বৃষ্টি এবং ভূমি ধসের সতর্কতা দেওয়া হয়েছে।

Reneta June

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুধু ২০২৩ সাল নয়, ২০২২ সালেও যত টাইফুন সংঘটিত হয়েছে সেগুলোর চেয়েও শক্তিশালী মাওয়ার।

জাপানের সংবাদমাধ্যম জাপান টাইমস জানিয়েছে, গতকাল শুক্রবার রাতে টাইফুনটি ফিলিপাইনের সবচেয়ে ঘনবসতি ও বড় দ্বীপ লুজোনোর ১ হাজার ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ওই সময় ঝড়টির বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার পর্যন্ত ওঠে।

ঝড়টি রোববার বা সোমবার উপকূলের কাছাকাছি আসবে। ওই সময় এটির প্রভাবে বৃষ্টিপাত, বন্যা, ভূমিধস এবং প্রচণ্ড বেগে বাতাস বইবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View