ব্রিকসে যোগ দিতে আগ্রহ জানিয়ে বাংলাদেশ চিঠি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, এতে যোগদান কোন ব্যাকআপ প্ল্যান নয়।
তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার টিকবে কি না, সেই প্রশ্ন অনেকেই তুলেছিলেন। বিদেশি দূতদের একজন ‘নতুন নির্বাচনের’ প্রত্যাশার কথাও বলেছিলেন, কিন্তু তাতে কিছু হয়নি। এখনও সরকার বিদেশি কোনো চাপে নেই, মেয়াদ শেষ হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের নির্বাচনে নাক গলাতে কোনো রাষ্ট্রকেই স্বাগত জানাবে না ঢাকা, তারপরও যারা করে সেটা দুঃখজনক; নির্বাচনে চাইলে পর্যবেক্ষক পাঠাতে পারে বন্ধুরাষ্ট্রগুলো।
বিজ্ঞাপন