চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এসএসসিতে পাসের হার ৮৭.৪৪, জিপিএ ফাইভ ২ লাখ ৬৯ হাজার

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সব শিক্ষাবোর্ড মিলিয়ে এবার পাসের হার ৮৭ দশমিক ৪৪। জিপিএ ফাইভ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

বোর্ডভিত্তিক পাসের হার
ঢাকায় ৯০ দশমিক ০৩, রাজশাহীতে ৮৫ দশমিক ৮৮, কুমিল্লায় ৯১ দশমিক ২৮, যশোরে ৯৫ দশমিক ১৭, চট্টগ্রামে ৮৭ দশমিক ৫৩, বরিশালে ৮৯ দশমিক ৬১, সিলেটে ৭৮ দশমিক ৮২, দিনাজপুরে ৮১ দশমিক ১৬, ময়মনসিংহে ৮৯ দশমিক ০২, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৮২ দশমিক ২২ এবং কারিগরী শিক্ষাবোর্ডে ৮৯ দশমিক ৫৫।

এরমধ্যে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৯৭৫টি। একজন শিক্ষার্থীও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫০টি।