চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এক মিনিট আগের পরিকল্পনায় গোল করেছেন মেসি

‘আমরা গোলের এক মিনিট আগে কথা বলেছিলাম। মেসি বলেছিলেন মেক্সিকোর খেলোয়াড়রা ডি-বক্সের ভেতরে ঢুকে যাচ্ছে। এতে পোস্টের সামনের দিকটা খালি থাকবে। তাকে সেখানে বল দেয়ার জন্য বলেছিলেন। আমি তাকে বল দিয়েছিলাম এবং তিনি অসাধারণ এক গোল করলেন। আমার বলার আর কোনো ভাষাই নেই।’

মেক্সিকোর বিপক্ষে লিওনেল মেসির ডেডলক ভাঙা বাঁ-পায়ের জাদুকরী গোলটি নিয়ে এভাবেই খোলামেলা বলেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। জানান, বল জালে জড়ানোর আগে মেসি কৌশল অবলম্বন করেছিলেন। মেক্সিকোর কড়া রক্ষণের ভেতর ফাঁক খুঁজে পাওয়ার সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মেসি নিজেই মেক্সিকোর রক্ষণ নিয়ে করা পরিকল্পনায় দুর্বলতা বের করার সুযোগ দেখেছিলেন। তিনি সতীর্থদের একটি নির্দিষ্ট পরিস্থিতিতে তাকে গোল করার জন্য বল পাস দিতে বলেছিলেন। সেই পরিস্থিতি আসা মাত্রই মহাতারকা বল জালে জড়ান।

ম্যাচের প্রথমার্ধে নিজেদের মেলে ধরতে পারেনি আর্জেন্টিনা। গ্রুপপর্বেই আলবিসেলেস্তেদের কপাল পুড়তে চলেছে, এমন শঙ্কা জেগেছিল। ৬৪ মিনিটে বক্সের প্রায় ২৬ গজ বাইরে থেকে মেসি জাদুতে ভেঙেছিল ডেডলক।

ডি মারিয়ার থেকে বল পেয়ে দূরপাল্লার বুলেট শটটি নেন অধিনায়ক। মেক্সিকো গোলরক্ষক ওচোয়া অনেকটা ঝাঁপিয়েও বলের গতিরোধ করতে পারেননি।

এলএম টেনের গোলের বিষয়ে ডি মারিয়ার মত, সাতবারের ব্যালন ডি’অর জয়ীর কাছে তার বাড়ানো বলটি টার্ন নিয়েছিল। তবে আর্জেন্টাইন অধিনায়ক বল আদায় করে সর্বোত্তম ব্যবহার করেছেন, যেমনটা সবসময় করেন।

‘আমি তাকে বল বাড়িয়ে দিয়েছিলাম। তিনি সবসময় সবকিছুর সমাধান খুঁজে পান। গুরুত্বপূর্ণ বিষয় ছিল বলটি তার কাছে গিয়েছিল। ক্লাব পর্যায়ে বিশ্বের সেরা খেলোয়াড়ের সাথে খেলার সুযোগ পেয়েছি। জাতীয় দলে ১৪ বছর ধরে খেলছি। তবে আমার কাছে লিওই সবকিছু।’