চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানুষের চেয়ে কুকুরই শ্রীলেখার কাছে বেশি প্রিয়!

টলিগঞ্জের ‘ঠোঁটকাটা ব্যক্তিত্ব’ হিসেবে পরিচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের ক্ষতি হলেও উচিত কথায় ছাড় না দেন না ‘হঠাৎ বৃষ্টি’র এই নায়িকা! সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার বিভিন্ন পোস্ট ঘিরে হরহামেশায় তৈরি হয় বিতর্ক। আরও একবার সেই বিতর্কে শ্রীলেখার নাম!

শ্রীলেখার কুকুর প্রীতির কথা কারও অজনা নয়। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে সেটা তার ভক্ত অনুরাগীরা দেখেছেন। এমনকি মহামারীর সময়ে খাবারের অভাবে রাস্তার কুকুরদের জন্য তার সহায়তা কিংবা উদ্যোগও ছিলো বেশ প্রশংসনীয়। অথচ শুক্রবার (১০ জুন) নিজের পোষ্য কুকুরের দুটি ছবি পোস্ট করে কটূক্তি শুনতে হলো শ্রীলেখাকে!

শুক্রবার নিজের পোষ্য কুকুর ‘আদর মিত্র’র সঙ্গে দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘যতো বেশি মানুষদের দেখি, ততো বেশি ভালোবেসে ফেলি আমার কুকুরদের’। এরপরেই নেটিজেনদের একাংশের সমালোচনার শিকার হন শ্রীলেখা। তার লেখা ‘মেন’ (men) শব্দটির ভুল অর্থ করে অনেকেই লেখেন, ‘পুরুষদের যত বেশি দেখি, তত বেশি করে ভালোবেসে ফেলি আমার কুকুরদের।’

পোষ্য কুকুরকে নিয়ে শ্রীলেখার পোস্ট…

পরবর্তীতে শ্রীলেখা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি যে শুধুই পুরুষদের কথা বলতে চেয়েছি তা নয়। ফেসবুকে এমনও অনেক নারীও আছেন, যারা আমাকে নোংরা কথা বলতে ছাড়েন না। আসলে এখানে ‘মেন’ অর্থে আমি মানুষ বোঝাতে চেয়েছি। আমার ‘আদর’(পোষ্য কুকুর) এত মিষ্টি হাসছে, সেই কথা না বলে, আমার শরীরের কোন অংশে ওর হাত পৌঁছেছে, তা নিয়ে কটূক্তি করছে লোকে। এ জন্যই আমার মনে হয়, মানুষের চেয়ে আমার পোষ্যরা অনেক ভাল।’

সম্প্রতি ‘এবং ছাদ’ নামের একটি ছবি পরিচালনা করেছেন শ্রীলেখা। আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ক্যালকাটা’ ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক মঞ্চ থেকে পুরস্কৃত হয়েছেন বাঙালি অভিনেত্রী।