চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্বাধীনতা দিবসের বিশেষ নাটকে আবুল হায়াত-দিলারা

২৬ মার্চ সন্ধ্যায় চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ নাটক ‘শেষ থেকে শুরু’

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। দিবসটিকে কেন্দ্র করে দিনভর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই।

সেই ধারাবাহিকতায় আসন্ন স্বাধীনতা দিবসের সন্ধ্যায় চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখতে পারবেন আবুল হায়াত ও দিলারা জামান অভিনীত নাটক ‘শেষ থেকে শুরু’। নাটকটির মূল গল্প ভাবনা ফরিদুর রেজা সাগর। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।

নাটকে দেখা যাবে- অশিতীপর এক দম্পতি থাকেন প্রত্যন্ত এলাকায়। এরমধ্যে আবুল হায়াত মুক্তিযুদ্ধ করা মানুষ। তার স্ত্রী দিলারা জামান নয় মাস কোলের শিশু নিয়ে দিনপাত করেছেন। সেই শিশু পুত্র আকন্দ এখন তরুণ। থাকে কানাডায়। বিয়ে করেছেন। বাবা-মায়ের কাছে আসবে। সেই আনন্দে ওরা যখন আত্মহারা, তখন এক বিশেষ খবর আসে। কাহিনী মোড় নেয় অন্যদিকে।

কী সেই বিশেষ খবর? শেষ পর্যন্ত কি কানাডা থেকে তাদের ছেলে আসবে? এসব জানতে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়।