
ইন্দোর ও আহমেদাবাদ টেস্টে অধিনায়কত্ব করা স্টিভেন স্মিথকে নেতৃত্বে দেখা যাবে ওয়ানডে সিরিজেও। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দায়িত্ব বর্তেছে স্মিথের কাঁধে। অজিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড তথ্যটি জানিয়েছেন।
‘প্যাট ফিরে আসছে না, তার বাড়িতে যা ঘটেছে সেই বিষয়ের দেখাশোনা করছে। আমাদের চিন্তা-ভাবনাগুলো প্যাট এবং তার পরিবার ঘিরে আবর্তিত হচ্ছে।’ কামিন্সের না ফেরা প্রসঙ্গে বলেন প্রধান কোচ ম্যাকডোনাল্ড।
চোটে পড়ে দুই টেস্ট না খেলতে পারা ডেভিড ওয়ার্নার ফিরছেন। ঝাই রিচার্ডসনের হ্যামস্ট্রিং ইনজুরিতে ডাক পড়েছে নাথান এলিসের। অ্যাঙ্কেল ইনজুরিতে এ সিরিজেও খেলতে পারবেন না জস হ্যাজেলউড।
গতবছর অ্যারন ফিঞ্চের অবসরে দায়িত্ব নেতৃত্ব নেন প্যাট কামিন্স। বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে মা মারিয়া কামিন্সের সেবা করতে দেশে ফিরে যান তিনি। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত মারিয়া গত সপ্তাহে মারা গেছেন। এখন পরিবারের সাথেই আছেন কামিন্স।