চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পোস্টারবয় সাকিবের জন্মদিন আজ

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ফেরিওয়ালা, দুই ফর‌ম্যাটে বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডার, দেশের সর্বোচ্চ উইকেটের মালিক, দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, চিরপরিচিত থেকে বিরল সব রেকর্ড, অর্জনের যেন শেষ নেই নামের পাশে! তিনি বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা, পোস্টারবয় সাকিব আল হাসান। লাল-সবুজের পতাকা বিশ্বজুড়ে ওড়ানোর বহু উপলক্ষ এনে দেয়া, উচ্ছ্বাস-আনন্দের ভেলায় ক্রিকেটপ্রেমীদের ভাসিয়ে নেয়া সেই সাকিবের ৩৬তম জন্মদিন আজ।

২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর দেড়পদশক পেরিয়ে গেছে, দুহাত ভরে দিয়ে চলেছেন বাংলাদেশের ক্রিকেটকে। ৩৬-এ পা দিয়েও ক্যারিয়ারের মধ্যগগণে আছেন, ব্যাটে-বলে দুর্দান্ত ঝলক ধরে রেখেছেন। দেশের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি টোটাল ফ্যামিলিম্যান, আগলে রেখেছেন সুখী এক পরিবারের কর্তা হয়ে। দলের আশ্রয়স্থল, আশা-ভরসার প্রতীক সাকিব তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা তারকা ক্যারিয়ারের এই গোধূলিলগ্নে এসেও।

Bkash July

লাল বলের টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ৬৫ ম্যাচ, চার হাজারের বেশি রান করেছেন, উইকেট নিয়েছেন ২৩১টি। সেঞ্চুরি করেছেন পাঁচটি, সর্বোচ্চ রানের ইনিংসটি ২১৭। সেরা বোলিং ফিগার ৩৬ রানে ৭ উইকেট। ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ১৯ বার, ম্যাচে ১০ উইকেট পেয়েছেন দুবার।

সাদা বলের ফরম্যাট ওয়ানডেতে আরও বেশি সমৃদ্ধ, খেলেছেন ২৩০ ম্যাচ। সাত হাজারের বেশি রান করেছেন বাঁহাতি ব্যাটার। সর্বোচ্চ রানের ইনিংসটি ১৩৪, যেখানে অপরাজিত ছিলেন। সেঞ্চুরি ৯টি, ফিফটির দেখা পেয়েছেন ৫৩ বার। সাত হাজার রান ও ৩০০ উইকেটের এলিট ক্লাবে তার মতো নেই আর কোন বাংলাদেশি। ৩০১ উইকেটের মধ্যে সেরা বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট। ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন চার বার।

Reneta June

ছোট সংস্করণ টি-টুয়েন্টিতেও সমৃদ্ধ সাকিবের ক্যারিয়ার। ১১২ ম্যাচে রান দুই হাজারের বেশি। সর্বোচ্চ রানের ইনিংসটি ৮৪। ১৩১ উইকেটের মধ্যে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন একবার। সেরা বোলিং ফিগার ২০ রানে ৫ উইকেট।

ক্যারিয়ারে দেশি-বিদেশী বিভিন্ন লিগে খেলেছেন টি-টুয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার। খেলেছেন বাংলাদেশের বিপিএল, ইংলিশ কাউন্টি, ভারতের আইপিএল, পাকিস্তানের পিসিএল, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, শ্রীলঙ্কান এসএলপিএলসহ বিভিন্ন লিগে। সফলতার সাথে হয়েছেন সেরা।

২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেছেন সাকিব। যুক্তরাষ্ট্রে বাস তার পরিবারের। উম্মে আহমেদ শিশিরের সঙ্গে একযুগের বিবাহিত জীবনে দুই মেয়ে ও এক ছেলে তাদের ঘরে। পণ্যের প্রচারে বিজ্ঞাপনে কাজ করে চলেছেন চাহিদার শীর্ষের এক পোস্টারবয় হিসেবে। সফলতার সঙ্গে এগোচ্ছেন নানা ধরনের ব্যবসায়। সঙ্গে টোটাল ফ্যামিলিম্যান। যেন এক সুপারম্যান!

শুভ জন্মদিন সাকিব আল হাসান।

Labaid
BSH
Bellow Post-Green View