
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে বড় চমক হয়ে এসেছে মুশফিক হাসানের নাম। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’র বিপক্ষে সিলেটে আনঅফিসিয়াল টেস্ট সিরিজ খেলায় বিশ্রাম নিয়ে প্রস্তুতিতে যোগ দিয়েছেন একটু দেরিতে। বৃহস্পতিবারই প্রথম টাইগার ডেরায় প্রবেশ করলেন তরুণ পেসার। সংবাদমাধ্যমের নানা প্রশ্নের উত্তরও দিয়েছেন। জানিয়েছেন, প্রথম দেখায় বিশ্বতারকা সাকিব আল হাসান তাকে কী বলেছেন।
‘সাকিব ভাই বলল, কনগ্রেটস মুশফিক। ক্যারি অন।’
ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবের মোহামেডানেই খেলেছেন মুশফিক। তারপরও জাতীয় দলের অনুশীলনে সাকিবের কণ্ঠে ‘শুভ কামনা’ শোনাটা উঠতি ক্রিকেটারের জন্য বড় কিছুই।
সাকিব টেস্ট অধিনায়ক, কিন্তু আফগানদের বিপক্ষে ম্যাচটা খেলতে পারবেন না ইনজুরির কারণে। তারপরও অনুশীলনে এসে লিটন দাসের দলকে উজ্জীবিত করছেন। নিজেও শুরু করেছেন ফেরার লড়াই।

সকাল সকাল শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে সেরেছেন ফিটনেস সেশন। জিমে ছিলেন কিছুটা সময়। পরে মূল মাঠে করেছেন রানিং। টেস্ট দলের নতুন সদস্য মুশফিক হাসানের সঙ্গে হাত মিলিয়ে তাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। অন্য ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেন টেস্ট দলের নিয়মিত অধিনায়ক।

সাকিবের আঙুলের সবশেষ অবস্থা বোঝার জন্য পুনরায় এক্স-রে করানো হয়েছে। রিপোর্ট দেখে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, সাকিব শিগগিরই খেলায় ফিরতে পারবেন। জুলাইয়ে ওয়ানডে সিরিজে ফেরার কথা জানান তিনি।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু ১৪ জুন। এটি খেলে আফগানরা চলে যাবে ভারতে। ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য ফের ১ জুলাই আসবে তারা। চট্টগ্রামে ৫ জুলাই মাঠে গড়াবে প্রথম ওয়ানডে।