চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আমেরিকার বক্স অফিস চার্টে ‘অ্যাভাটার টু’র সাথে ‘পাঠান’

উত্তর আমেরিকার বক্স অফিস চার্টে জায়গা করে নিয়েছে শাহরুখের ‘পাঠান।’ ৫.৯ মিলিয়ন ডলার আয় করে তালিকার পঞ্চম স্থানে আছে ছবিটি। এই তালিকার প্রথম স্থানে আছে ‘অ্যাভাটার টু।’

পুরো বিশ্বজুড়েই আছে শাহরুখের ভক্ত। বলিউডকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। তার প্রমাণ মিলছে বক্স অফিসেও। একটানা সাত সপ্তাহ ধরে বক্স অফিস চার্টের প্রথমে থাকা ‘অ্যাভাটার টু’র সঙ্গে একই তালিকায় উঠে এসেছে ‘পাঠান’-এর নাম।

Bkash July

এই তালিকার দ্বিতীয় স্থানে আছে ‘পুশ ইন বুটস: দ্য লাস্ট উইশ,’ তৃতীয় স্থানে ‘অ্যা ম্যান কলড ওট্টো’ এবং চতুর্থ স্থানে আছে ‘মেগান।’

শুধু আমেরিকাই নয়, পুরো বিশ্বের বক্স অফিসেই রাজত্ব করছে শাহরুখের ছবিটি। ৬ দিনে বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘পাঠান।’

Reneta June

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’। ‘পাঠান’ সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

সূত্র: জুম

Labaid
BSH
Bellow Post-Green View