শাহরুখের জন্মদিন উপলক্ষে মুম্বাইতে আয়োজন করা হয়েছিল এক জমকালো অনুষ্ঠানের। সেখানে তিনি কথা বলেছেন ‘পাঠান’ প্রসঙ্গে। অভিনেতা জানান, ‘পাঠান’ লুকের জন্য তিনি নিজেকে প্রস্তুত করেছেন মহামারীর সময়।

‘ফিটনেস’ এর জন্য ফোন করেছেন হৃতিক, সালমান, টাইগার শ্রফের মতো তারকাদের।
অভিনেতা বলেন, ‘সকালে উঠে কী করতে হবে সেই বিষয়ে কোনো ধারণা ছিল না। আমার সকাল একটু দেরীতে হয়। ৪৫ মিনিট জিমে থাকতাম। সেখানে করোনার বিধিনিষেধের কারণে কোনো ট্রেইনার ছিলেন না। ব্যায়াম শিখতে গুগল করতাম। এমনকি সালমান, টাইগার শ্রফ, হৃতিক রোশানের মতো বড় তারকাদের ফোন করেছি।’
২ নভেম্বর ২০২২ সালে ৫৭ বছর বয়সে পা রাখলেন শাহরুখ। অভিনেতার জন্মদিনের দিনই প্রকাশ্যে এল ‘পাঠান’ ছবির টিজার।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখের আসন্ন সিনেমা ‘পাঠান’ এ বিশেষ ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। ছবিতে শাহরুখের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। আরও আছেন জন আব্রাহাম।
২০১৮ সালে ‘জিরো’ ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল শাহরুখকে। তাইতো দর্শক মুখিয়ে আছে তাকে আবারও পর্দায় দেখতে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’।
সূত্র: এনডিটিভি