চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাভারে পরমাণু গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ছাদ ধ্বসে আহত ১০

জাকির হাসান: সাভারের আশুলিয়ায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ ধ্বসে পড়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে আশুলিয়ার গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের ভিতরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের ভিতরে নির্মাণাধীন ১০তলা ভবনের নয় তলার ছাদ ঢালাই করার সময় ছাদ ধ্বসে প্রায় ১০ জন নির্মাণ শ্রমিকের ওপর পড়ে। খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

তবে এ ঘটনায় সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে কর্তৃপক্ষ ভিতরে প্রবেশ করতে দেয়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।