চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অন্যরা হলিউডে যেতে চায়, আমি যেতে চাই দক্ষিণে: সালমান

দক্ষিণ ও বলিউড বিতর্কে সালমান খান

কয়েক বছর আগেও সবচেয়ে প্রভাবশালী ছিল বলিউড। কিন্তু সাম্প্রতিক সময়ে দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রিগুলো সাফল্য পাচ্ছে বেশি। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তামিল, তেলেগু, মালায়লাম কিংবা কন্নড় ভাষার সিনেমা ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বনাম বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে বিরোধ প্রকাশ্যে! সম্প্রতি এই বিরোধ প্রসঙ্গে মুখ খুলেছেন সালমান।

৫ অক্টোবর মুক্তি পাবে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ‘গড ফাদার’। এই ছবিতে সালমানও আছেন। এই ছবির মাধ্যমেই দক্ষিণের ছবিতে অভিষেক হয়েছে সালমানের। ছবির শেষ মুহূর্তের প্রচারণা চলছে।

এক প্রেস কনফারেন্সে চিরঞ্জীবীকে সালমান বলেন, ‘আপনার ছবি আমাদের এখানে গ্রহণ করা হয়, কিন্তু আমাদের ছবি আপনাদের ওখানে গ্রহণ করা হয় না।’ উত্তরে চিরঞ্জীবী বলেন, ‘আমরা আছি আপনাকে গ্রহণ করার জন্য। এজন্যই আমরা সাল্লু ভাইকে এই ছবিতে অংশ নেয়ার জন্য অনুরোধ করেছি।’

এরপর ‘দাবাং’ তারকা দক্ষিণ-বলিউড বিতর্ক প্রসঙ্গে বলেন, ‘অন্যরা হলিউডে যেতে চায়, আমি যেতে চাই দক্ষিণে। বিষয়টি হলো আমরা যখন একসঙ্গে কাজ করা শুরু করবো, ভেবে দেখুন সংখ্যাটা কততে দাঁড়াবে। মানুষ বলিউডেও দেখবে, দক্ষিণেও দেখবে। সব থিয়েটারই আমাদের হবে। সব ভক্তরা সিনেমা দেখতে যাবে। সবাই সবার ভক্ত হবে। এই সংখ্যা বাড়তেই থাকবে। আমরা এখন ৩০০-৪০০ কোটির কথা বলি, একসঙ্গে আমরা ৩০০০-৪০০০ কোটি ছাড়াতে পারবো।’

তেলেগু ভাষার ছবি ‘গড ফাদার’-এ সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে জুটি বেঁধেছেন সালমান খান। মোহন রাজা পরিচালিত সিনেমাটি সুপারহিট মালায়ালাম সিনেমা ‘লুসিফার’-এর রিমেক। সালমান খান এবং চিরঞ্জীবী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা, সত্যদেব কাঞ্চারানা এবং বিগ বস খ্যাত দিভি বাদথা।

সূত্র: কইমই