চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইব্রাহিম যেন হুবহু সাইফ!

KSRM

ক্যামেরার সামনে সাইফ পুত্র ইব্রাহিমকে কবে দেখা যাবে তা জানা যায়নি। তবে আপাতত ক্যামেরার নেপথ্যের কাজ নিয়ে ব্যস্ত ইব্রাহিম। ধর্ম প্রোডাকশনসের ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’ ছবিতে সহকারী পরিচালকের কাজ করছেন তিনি। সম্প্রতি কাজের সময় তোলা একটি ছবি এখন সামাজিক মাধ্যমে আলোচনায়। কী আছে ছবিতে?

বাবার সঙ্গে অবাক করা সাদৃশ্যের কারণে আলোচনায় ইব্রাহিম আলি খান। সাদা-কালো ছবিটিতে সাধারণ সাজপোশাকেই তাক লাগিয়েছেন ইব্রাহিম। চোখে কালো চশমা। হাতে ক্ল্যাপস্টিক।

Bkash July

ছবিটি শেয়ার করে অনেকেই লিখেছেন, ‘যেন যৌবনকালের সাইফ’। কেউ কেউ আবার জানতে চাইছেন, ‘কবে বড় পর্দায় পা রাখবেন ইব্রাহিম।’

শোনা যাচ্ছে, দক্ষিণী ছবি ‘হৃদয়ম’-এর হিন্দি রিমেকে দেখা যাবে ইব্রাহিমকে। ছবিটি তৈরি হবে করণ জোহর এবং স্টার স্টুডিওজের যৌথ প্রযোজনায়।

Reneta June

সূত্র: পিঙ্ক ভিলা

বিজ্ঞাপন