চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দারুণ খেলেও হারল বাংলাদেশের মেয়েরা

অনূর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষেও ছিল জয়ের প্রত্যাশা। তবে ১-০ গোলের হারের দুঃখ নিয়েই মাঠ ছাড়ল গোলাম রব্বানি ছোটনের দল। 

দুই ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেপাল। সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৩। এক ম্যাচ খেলা ভুটানের জোটেনি পয়েন্ট।

শনিবার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল সাড়ে ৪টায় শুরু হওয়া ম্যাচে একের পর এক আক্রমণ করে ফেছে বাঘিনীরা। কাঙ্ক্ষিত গোল না পাওয়ায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

বিরতির পরও ফিনিশিং ঠিকঠাক না হওয়ায় স্বাগতিকরা জালের দেখা পায়নি। যদিও চেষ্টার কোনো ত্রুটি ছিল না।

এর মাঝেই ঘটে বিপদ। ডি বক্সের কাছে ফাউল হওয়ায় ফ্রি কিক পায় নেপাল। সেট পিস থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে যান বর্ষা লতা। বাংলাদেশের গোলরক্ষক সঙ্গীতা রানি দাস বল ধরতে এগিয়ে আসেন। তবে লাইন এঙ্গেল ঠিকঠাক কভার করতে পারেননি। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮৬ মিনিটে বর্ষা লতা প্লেসিং শটে গোল করে ম্যাচের একমাত্র গোলটি করেন।

ম্যাচের বাকি সময়ে বাঘিনীরা গোলের জন্য মরিয়া ছিল। তবে প্রতিপক্ষ দলের শক্ত রক্ষণ ও করা মার্কিংয়ে আর ম্যাচে সমতা ফেরেনি।

প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলবে। আসরে নেই কোনো ফাইনাল। লিগ পদ্ধতিতে হবে টুর্নামেন্ট। পয়েন্ট টেবিলে শীর্ষ দলটি হবে চ্যাম্পিয়ন। ফলে বাকি ২ ম্যাচ জিতে গোল ব্যবধান বাড়িয়ে নিয়ে বাংলাদেশের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে।

আগামী ৭ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। ৯ নভেম্বর ভুটানের মুখোমুখি হবে নেপাল। এরপর ১১ নভেম্বর আসরের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও নেপাল।