চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাফজয়ী মেয়েরা এখনো বুঝে পাননি সব পুরস্কার

হিমালয় কোলে ঝড় তুলে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে ফিরেছিল বাংলাদেশ। নতুন ইতিহাস গড়া সেই জাতীয় নারী ফুটবল দল ভাসে প্রশংসাবন্যায়, একের পর এক আসতে থাকে পুরস্কারের ঘোষণা। তারপর?

সাবিনা-মারিয়াদের সেই সাফল্যগাঁথার চার মাসের উপর পেরিয়ে গেছে। অথচ দেশকে আনন্দে ভাসানো চ্যাম্পিয়ন দলটি ঘোষিত পুরস্কারের সবটা এখনো বুঝেই পায়নি।

রোববার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা সকল পুরস্কার পেয়েছে কিনা এমন প্রশ্ন ওঠে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, সব পুরস্কার এখনো পাওয়া যায়নি।

‘আমরা কিছু পেয়েছি। বিসিবি(বাংলাদেশ ক্রিকেট বোর্ড) থেকে এখনো পাইনি। প্রধানমন্ত্রী তো দিয়েছেন, সেটা জানেনই। রুপায়ন থেকে পেয়েছি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সেনাবাহিনী, আম্বার গ্রুপ অর্থ পুরস্কার দিয়েছে। ইতোমধ্যে এগুলো আমরা সবার মধ্যে ভাগ করে দিয়েছি। তমা গ্রুপের ৫০ লাখ টাকা দেয়ার ঘোষণা ছিল, এখনো তা পাওয়া যায়নি।’

‘বাকি যেগুলো আমাদের বিএফএফ হাউস (এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের) থেকে দেয়ার কথা ছিল, এ ব্যাপারে ফেডারেশন সভাপতি একটা তারিখ নির্ধারণ করে দেয়ার পর সেগুলো দেয়া হবে।’

এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের নাম জানতে চাওয়া হলে কিরণ বললেন, ‘নাম জানার দরকার নেই। যখন তারা পুরস্কার দেবেন তখন নাম জানতে পারবেন। বিসিবি থেকে আর্থিক ৫০ লাখ টাকার পুরস্কার প্রদানের কথা বাংলাদেশের মেয়েরা সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার দিন জানানো হয়েছিল। ক্রিকেট বোর্ড সেই অর্থ বাফুফের কাছে হস্তান্তরের জন্য প্রস্তুত থাকলেও তা এখনো গ্রহণ করা হয়নি।’

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানালেন, ‘বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ আছে। একটা সময় এমন ছিল যে মেয়েরা ছুটিতে গেল। তারা আমাদের সময় দিতে বলেছে। আমাদের সঙ্গে যোগাযোগ করে একটা সুবিধাজনক সময়ে প্রদান করবেন।’