চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লোকার্নোতে সেরা ব্রাজিলের ছবি

লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার ‘গোল্ডেন লিওপার্ড’ জিতে নিয়েছে ব্রাজিলের ছবি ‘রুল থার্টিফোর।’ ছবিটি নির্মাণ করেছেন জুলিয়া মুরাত।

সিনেমাটি একজন কমবয়সী আইনের শিক্ষার্থীকে ঘিরে যিনি দিনে নারীদের সঙ্গে ঘটে যাওয়া হেনস্তার বিরুদ্ধে লড়েন আর রাতে লাইভ ক্যামেরায় যৌনকর্মীর ভূমিকায় কাজ করেন। সহিংস ও বিপদজনক এক জগতে জড়িয়ে যান তিনি।

এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন মিরান্ডা। এছাড়াও আছেন লুকাস অ্যান্দ্রাদে, লরেনা কমপ্যারাটো এবং ইসাবেলা ম্যারিওট্টো।

‘তেংগো সুয়েনোস ইলেক্ট্রিকোস’ ছবিটি এবারের লোকার্নো-তে তিনটি পুরস্কার জিতেছে। সেরা নির্মাতা, সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে এই ছবি।

১৩ আগস্ট ঘোষণা করা হয়েছে ৭৫ তম লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জয়ীদের নাম। ৩ আগস্ট এই উৎসবের পর্দা উঠেছিল। এবারের উৎসবে অভিবাসন, উপনিবেশবাদ, জেন্ডার আইডেন্টিটি ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়ের ওপর নজর দেয়া হয়েছে।

সূত্র: হলিউড রিপোর্টার