চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

থামল স্পেনের জয়যাত্রা, শীর্ষে রোনালদোর পর্তুগাল

ঘরের মাঠে শেষবার ২০১৮ সালের অক্টোবরে হেরেছিল স্পেন। সময়ের হিসেবে প্রায় চার বছর এবং ম্যাচ হিসেবে স্প্যানিশরা অপরাজিত ছিল ২২ ম্যাচ। নিজেদের আঙিনায় তাদের সেই অপরাজেয় যাত্রা নেশন্স লিগে থামিয়ে দিয়েছে সুইজারল্যান্ড। অন্যদিকে, চেক রিপাবলিকের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে টেবিলের শীর্ষে উঠেছে পর্তুগাল।

প্রাগের ফর্চুনা অ্যারেনায় শনিবার রাতে গ্রুপ পর্বের চেকদের বিপক্ষে গোলউৎসবে মেতে ছিল রোনালদোদের দল। ম্যাচের প্রথমার্ধে দিয়েগো দৌলত ও ব্রুনো ফের্নান্দেসের গোলে এগিয়ে যাবার পর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দ্বিতীয় গোল পান দৌলত, ৮২ মিনিটে চেকদের হারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন দিয়েগো জোটা।

গ্রুপের আরেক ম্যাচে, টিকে থাকার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে স্পেন। সুইজারল্যান্ডের বিপক্ষে ১৯ বারের দেখায় দ্বিতীয়বারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হেরেছে স্প্যানিশরা। ম্যানুয়েল আকেনজি সফরকারীদের এগিয়ে নেওয়ার পর স্পেনকে সমতা ফেরান জর্দি আলবা। এরপর আত্মঘাতী গোল করে বসেন এরিক গার্সিয়া। তাতেই নিশ্চিত হয় ২-১ ব্যবধানের হার।

চার দলের ফাইনালসে ওঠার লক্ষ্যে আগামী মঙ্গলবার স্পেনের মুখোমুখি হবে পর্তুগিজরা। সেদিন ড্র করলেই লক্ষ্য পূরণ হবে রোনালদোদের। অন্যদিকে, জয়ের বিকল্প থাকছে না স্প্যানিশদের। শীর্ষ স্তরে টিকে থাকার লড়াই জমিয়ে তুলেছে সুইজারল্যান্ড ও চেক রিপাবলিক।

নেশন্স লিগের গ্রুপ দুইয়ের শীর্ষে আছে রোনালদো-ফার্নান্দেজদের পর্তুগাল। ৫ ম্যাচে ৩ জয় ও একটি করে ড্র-হারে আসরের প্রথমবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ১০। দুইয়ে স্পেন আছে ২ পয়েন্ট কম নিয়ে। অবনমন ঠেকাতে ২৮ তারিখ মাঠে নামবে সুইজারল্যান্ড ও চেক। যথাক্রমে ৩ ও ৪ নম্বরে ৬ ও ৪ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চলে আছে দুদল।