চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোনালদোর হাতে সময় নষ্ট করার সময় নেই

ম্যানচেস্টার ইউনাইটেডের দীর্ঘমেয়াদি প্রকল্পের অংশ হওয়ার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে সময় নেই বলে দাবি করেছেন তার ক্লাব ও জাতীয় দলের সাবেক সতীর্থ নানি।

ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চাওয়া নিয়ে রোনালদোর আচরণের কারণ ঠিকই বুঝতে পারছেন নানি। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না, এমন দলে যে সিআর সেভেন খেলতে চান না, সেটি তার পুরনো বন্ধু ঠিকই টের পেয়েছেন।

এক সাক্ষাৎকারে সাবেক ফুটবলার বলেন, ‘আমরা একসঙ্গে খেলেছি এবং ক্রিস্টিয়ানো (রোনালদো) এখন আর বাচ্চা নয়। সময় পরিবর্তিত হয় এবং তার সঙ্গে প্রতিক্রিয়া ও দৃষ্টিভঙ্গিও বদল হতে পারে। তবে যেমনটি আমরা দেখছি, তিনি স্বাভাবিকের মতো একই কাজ করছেন। তিনি হারতে পছন্দ করেন না। যখন দল ভালো করে না, তখন প্রতিক্রিয়া দেখান।’

‘শুধুমাত্র যা বদলে গেছে, সেটি হল সময়। তিনি আবার ম্যান ইউনাইটেডে খেলছেন। সারা বিশ্বে বিভিন্ন দলে বিভিন্ন খেলোয়াড়ের সঙ্গে ভালো করছে। সে এমন একটি দলে আছে, যেখানে কোচরা একটি শক্তিশালী দল গড়ে তোলার চেষ্টা করছে। এটি সময়সাপেক্ষ ব্যাপার।’

‘দল গুছিয়ে নেয়া কিংবা আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করার মতো সময় ক্রিস্টিয়ানোর হাতে নেই। মানুষ হিসেবে শীর্ষে থাকতে ও গোল করতে চান। ফলে তার প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক। আমাদের সকলের আছে কখনো কখনো সেটিকে ভুল মনে হয়।’