চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সবাইকে ছাড়িয়ে যেখানে শীর্ষে সূর্যকুমার

কেরালার গ্রিনফিল্ড স্টেডিয়ামের উইকেটটি মোটেও ব্যাটিং সহায়ক ছিল না। বল স্লো হয়ে আসছিল, স্পিনাররা পাচ্ছিলেন বাড়তি টার্ন, পেসাররাও দেখিয়েছেন সুইংয়ের খেলা। এমন পিচে রান করতে যেখানে ধুঁকছে সবাই, সেখানে ব্যতিক্রম সূর্যকুমার যাদব। দেড়শ ছাড়ানো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, তিন ছক্কায় বসেছেন ছক্কা হাঁকানোর রেকর্ডের বছর শীর্ষে।

সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সূর্য পেছনে ফেলেছেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। এক বছরে এখন সর্বোচ্চ ছক্কা হাঁকানো খেলোয়াড় সূর্য। অপরাজিত ৫০ রানের ইনিংসে বিশ্ব রেকর্ডের পাশাপাশি গড়েছেন দেশীয় এক রেকর্ডও, পেছনে ফেলেছেন শেখর ধাওয়ানের এক বছরের রান।

২০২১ সালে টি-টুয়েন্টিতে ২৬ ইনিংসে ৪২ বার সীমানা দড়ির ওপারে বল আছড়ে ফেলেছিলেন রিজওয়ান। ওই বছর ৪১ ছক্কা হাঁকিয়ে এতদিন দুইয়ে ছিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ছক্কা মারার সেই রেকর্ডটির মালিক এখন সূর্য। এপর্যন্ত ৪৫ ছক্কা হাঁকানো ডানহাতি ব্যাটার সময় নিয়েছেন রিজওয়ানের থেকেও ৫ ইনিংস কম।

কেরালায় তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে সাউথ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। মন্থর ও টার্নিং পিচে কোনোমতে একশ রান পার করে প্রোটিয়ারা। জবাবে দ্রুতই ফিরেছিলেন রোহিত-কোহলি। রান তুলতে খাবি খাচ্ছিলেন লোকেশ রাহুলও। কিন্তু দৃষ্টিনন্দন সব শটে বড় জয় তুলেছেন যাদব।

সর্বনিম্ন ১০ রান করেছেন এমন দুজন ব্যাটারের স্ট্রাইক রেট একশ ছাড়িয়েছে! সেখানে সূর্য ব্যাট করেছেন ১৫১.৫১ স্ট্রাইকে, ৩৩ বলে হাঁকিয়েছেন ৫টি চার ও ৩টি ছক্কা।

স্বপ্নের মতো কাটানো মৌসুমে সূর্য ইতিমধ্যে পেছনে ফেলেছেন ধাওয়ানকে, গড়েছেন দেশের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড। ২০২২ সালে ২১ ইনিংসে ৪০.৬৬ গড়ে এপর্যন্ত ৭৩২ রান করেছেন। ২০১৮ সালে ১৭ ইনিংসে ৬৮৯ রান করে এতদিন শীর্ষে ছিলেন ধাওয়ান।

ধাওয়ানের রেকর্ডটি গড়তে ইনিংস বেশি খেললেও গড় ও স্ট্রাইক রেট দুটিই বেশি সূর্যকুমারের। চলতি বছর আরও কিছু টি-টুয়েন্টি খেলবে ভারত, চোখ ধাঁধানো ১৮০.২৯ স্ট্রাইক রেটে ব্যাট করা সূর্যর সামনে তাই রেকর্ডটি আরও উঁচুতে নিয়ে যাওয়ার হাতছানি।